জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দোহার শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত

76

ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবে নতুন ভবনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দোহার শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দোহার প্রেসক্লাবে নতুন ভবনে দোহার উপজেলার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দোহার শাখর আহ্বায়ক মাহমুদ নাহিদের সভাপতিত্বে প্রধান উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। সভায় মাহমুদ নাহিদকে দোহার উপজেলার শাখার গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি, সহ সভাপতি তিনজন কাজল চন্দ্র সূত্রধর, রনি আহাম্মেদ ও একলাপ শিকদার, সাধারণ সম্পাদক মশিউর রহমান উদ্যম, সহ সাধারণ সম্পাদক পদে ২ জন শফিকুল ইসলাম, হিরোন মাদবর, সাংগঠনিক সম্পাদক পদে হিরন সরদার, প্রচার সম্পাদক পদে তারা মিয়া, দপ্তর সম্পাদক পদে জাহিদুর ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুলা আল নুমান, যুব বিষয়ক সম্পাদক পদে আব্দুল রাজ্জাক, মহিলা বিষয় সম্পাদিকা পদে তাহামিনা মুনা, কোষাধ্যক্ষ পদে সাইফুল্লাহ খান ও ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌজান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লন্স লেবার এসোসেয়িশেনর সভাপতি মোঃ শাহ আলম ভূঁইয়া, মোঃ আবু সাঈদ, বেলায়েত হোসন নয়ন,আতিকুল ইসলাম টিটু,ফজল সূত্র ধর,আব্দুল রাজ্জাক, কাজল সূত্র ধর, মেহেদী হাসান প্রমুখ। সম্মেলন শেষে সবাইকে শপথ বাক্য পাঠ করার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

আপনার মতামত দিন