জয়পাড়া কলেজে স্নাতক (সম্মান) কোর্সের যাত্রা শুরু

345
জয়পাড়া কলেজ ফটক

জয়পাড়া কলেজে স্নাতক (সম্মান) কোর্সের কোর্স চালুর মাধ্যমে কলেজটি নতুন যুগে প্রবেশ করল। দোহারের প্রথম কলেজ হিসেবে যাত্রা শুরু করে এটি এখন হল জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ। রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ের উপর অর্নাস কোর্স চালু হলো এই কলেজে।

স্নাতক (সম্মান) এর নবীন বরণ রাষ্ট্রবিজ্ঞানের ১৬ জন ও ব্যবস্থাপনার ৪০ জন ছাত্র-ছাত্রী বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজের শিক্ষকগণঅনুষ্ঠানে জয়পাড়া কলেজের অধ্যক্ষ বলেন, “এই কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর হওয়ার অন্যতম ভূমিকা রাখেন এডভোকেট আব্দুল সান্নান খান। তার এই কাজের জন্য জয়পাড়া কলেজ ও দোহারবাসী তাকে চিরজীবন মনে রাখবে।

“প্রথম বর্ষের ছাত্র কাউসার নিউজ ৩৯-কে জানান, “আমরা সত্যি অনেক আনন্দিত। আমাদের কলেজ অর্নাস হবার কারনে আমরা খুবই গর্বিত।

ছাত্রলীগ নেতা রাজীব শরীফ অনুষ্ঠানে বলেন, “ছাত্র ছাত্রীদের প্রথম কাজ পড়াশোনা।“ তিনি সকল ছাত্রছাত্রীকে পড়াশোনায় মনযোগ দেয়ার আহ্বান জানান এবং বলেন “এরাই দোহার উপজেলাকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারবে।“

আপনার মতামত দিন