জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর গুলিতে নিহত ৩ সেনাসদস্য

15
জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর গুলিতে নিহত ৩ সেনাসদস্য

ভারতের জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর গুলিতে প্রাণ হারিয়েছেন তিন সেনাসদস্য। শুক্রবার (৪ আগস্ট) কুলগ্রাম জেলায় ঘটে এ ঘটনা।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সশস্ত্র গোষ্ঠীর অবস্থানের গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যার দিকে এলাকাটিতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক গুলি ছুড়তে থাকে তারা। পুলিশ ও সেনাবাহিনী পাল্টা গুলি ছুড়লে বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিন সেনা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তারা।

এ ঘটনার জেরে কুলগামে অতিরিক্ত সেনা মোতায়েন করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া বিচ্ছিন্নতাবাদীদের গ্রেফতারে অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান।

 

আপনার মতামত দিন