জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দোহার -নবাবগঞ্জের শিক্ষার্থীদের নবীন বরণ

999

এম এইচ জয়, জবি প্রতিনিধি, news39.net: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের দোহার-নবাবগঞ্জের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

মংগলবার সকালে কেক কেটে এবং ফুল দিয়ে তাদের বরণ করে নেয়া হয়। এসময় নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মিথুন হোসেন জয় এবং সাধারণ সম্পাদক সৌরভ সরকার সবুজ।

ছাত্রকল্যাণের সভাপতি মিথুন হোসেন জয় নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের সকলের সাথে মিলেমিশে চলবে। তোমাদের প্রথম কাজই পড়াশোনা করা। বাংলাদেশের ৬৪ জেলার মানুষকে চেনা। নিজেকে বিশ্বমানের মানুষরুপে করে তোলা।

সাধারণ সম্পাদক সবুজ বলেন, তোমারা বড়দের সম্মান করবে, দেখবে তারাই তোমাকে পথ দেখিয়ে দিবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণের সাবেক সাধারণ সম্পাদক ইমরান খান।

তিনি বলেন, তোমাদেরকে বড় হতে হবে। যে কোনো প্রয়োজনে সিনিয়রা তোমাদের পাশে আছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নুর আলম, সৌরভ, সবুজ, কানিজ,আহাদ,নিলয়,সাবিহা,তুহিন,এশা,নুর,সাব্বির প্রমুখ।

আপনার মতামত দিন