শরিফ হাসান/ মো আল-আমিন: বুধবার (৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঢাকা জেলা ছাত্রদলের উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করেন। আগামী ৪৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমাদানের জন্য নির্দেশ দেওয়া হয়।
দক্ষিণের কমিটিতে পাভেল মোল্লাকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম নিরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মো. হাবিবুর রহমান ঠান্ডুকে সিনিয়র সহসভাপতি, মো. হাসিব হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. শাহরুখ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। দোহার থেকে সুপার ফাউভে স্থান পেয়েছেন হাবিবুর রহমান ঠান্ডু।
হাবিবুর রহমান ঠান্ডুর ছাত্রদলে ক্যারিয়ার বৃত্তান্ত: সাবেক সাধারণ সম্পাদক, বিলাশপুর ৮ নং ওয়ার্ড-২০০৯।
সাবেক সাংগঠনিক সম্পাদক, বিলাশপুর ইউনিয়ন ২০১২।
সাবেক সাংগঠনিক সম্পাদক, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল ২০১৭।
সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদল ২০২১।
সাবেক যুগ্ম আহবায়ক, ঢাকা জেলা ছাত্রদল ২০২২।
সিনিয়র সহ সভাপতি, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল – ২০২৫।
ঢাকা জেলা ছাত্রদল উত্তরের কমিটিতে মোহাম্মদ তমিজ উদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি করা হয়েছে ইসমাইল হোসেন সুমনকে। এ ছাড়া রাকিব খন্দকারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সুজন শিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মঞ্জুরুল হক সৌরভকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।