নবাবগঞ্জের গোবিন্দপুরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

277

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ পারভেজ আহম্মেদ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। শুক্রবার রাতে উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পারভেজ আহম্মেদ গোবিন্দপুর গ্রামের মো. তৈনুদ্দিনের ছেলে। 

র‍্যাব-১১ সহকারী কমান্ডার এএসপি মংনে থোয়াই মারমার নেতৃত্বে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১১-এর একটি দল। এ সময় ওই এলাকার ছাত্তারের পানির পাম্পের টিনের ঘরে মাদক বেচা-কেনা করার সময় পারভেজ আহম্মেদ নামে এক মাদক ব্যবসায়ীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে রাতেই নবাবগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়। নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান জানান, শুক্রবার রাতে ইয়াবাসহ পারভেজ নামে একজনকে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তার নামে নবাবগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আপনার মতামত দিন