গাজার স্কুলে ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১৬

30
গাজার স্কুলে ফের ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১৬

ইসরায়েলের বিমান হামলায় গাজার একটি স্কুলে অন্তত ১৬ জন নিহত হয়েছে। মধ্য গাজার নুসেইরাত আশ্রয়কেন্দ্রে হাজারো বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল ছিল। হামলায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এদিকে ওই ক্যাম্পের আরেক বাড়িতে পৃথক বিমান হামলায় ১০ জন নিহত হওয়ার খবর মিলেছে। নুসেইরাত স্কুলে হামলার এক ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ ও ধুলার মধ্যে বয়স্ক ও শিশুরা চিৎকার করছে। তারা আহতদের পাশে দাঁড়াতে ছোটাছুটি করছিল।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্যস্ত বাজারসংলগ্ন ওই স্কুল ভবনের ওপরের তলাগুলো নিশানা করে এই হামলা চালায় ইসরায়েল। সাত হাজারের মতো মানুষ ওই ভবনে আশ্রয় নিয়েছিল।

এক নারী সাংবাদিকদের বলেছেন, এমন কিছু শিশুর প্রাণ গেছে, যারা হামলার সময় ভবনটিতে কোরআন পড়ছিল। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই তারা হামলা করেছে। এ নিয়ে চতুর্থবার তারা স্কুলটিতে হামলা চালাল।

হামাস বলছে, শনিবারের হামলায় নিহতদের মধ্যে স্থানীয় পাঁচ সাংবাদিকও রয়েছেন; তাদের পরিবারকেও নিশানা করা হয়েছিল।

আপনার মতামত দিন