স্টাফ রিপোর্টার♦ জমে উঠেছে নুরুউল্লাহপুরের মেলা। সেই সাথে জমে উঠেছে সাধুদের গাঁজার ধ্যান। সন্ন্যাসীর বেশে আশা এই সাধুরা যে শুধু গাঁজার ধ্যানেই করছে তাই না সেই সাথে চালিয়ে যাচ্ছে নতুন নতুন ক্রেতা ধরার ধান্দা। আর বিদেশী টাকায় ভরপুর দোহারে তরুণ সমাজের একটা বড় অংশকে তারা পাচ্ছে ক্রেতা হিসাবে।
প্রায় দিন-রাত চব্বিশ ঘন্টাই চলছে সাধুদের গাঁজার ধ্যান। তাদের সেবন কৃত গাঁজার গন্ধে চারদিকে মৌ-মৌ করছে। পুলিশের সামনেই চলছে এই সব সাধুদের গাঁজার ব্যবসা। চলছে তাদের সামনেই ব্যবসা। এই সাধুদের গাঁজা সেবনের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য জানান যে একবার থানা থেকে বিশেষ দল এসে এই গাঁজার আস্তানা ধ্বংস করে দিলেও কয়েক ঘন্টাপরই আবার বসে যায় এই গাঁজা সেবনকারীদের মিলন মেলা। আগের মতোই চলতে থাকে তাদের এই কার্যক্রম। মূলত ফকির জাহাঙ্গীর শাহ এর বাড়িতে এই গাজাঁসেবীদের আড্ডা বসে।
গাঁজার ধ্যানে সাধুরা
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি নিউজ ৩৯ কে জানান এই সকল সাধুরা কুমিল্লা ও ফরিদপুর থেকে আসা এই গাঁজা এনে মেলার সময় স্থানীয়দের কাছে বিক্রি করে। বিভিন্ন ভাবে স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীদের কাছে তারা কেজি কেজি গাঁজা পৌছে দেয়।