গলায় ফাঁসি দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

140

মুন্সীগঞ্জের শ্রীনগরে দেব মন্ডল (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

জানা যায় ,রোববার ২৭ নভেম্বর সকালে উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের পালপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে । সে ওই এলাকার শ্যামল মন্ডলের ছেলে। নিহত দেব মণ্ডল শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

এ বিষয়ে জানতে চাইলে দেবের মামা রিপন মন্ডল জানান, বাবা-মার সঙ্গে অভিমান করে ফাঁকা বাড়িতে বসত ঘরের আড়ার সঙ্গে দেব মন্ডল ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে সকাল ৯টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইব্রাহিম জানান, হাসপাতালে আনার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে ।

আপনার মতামত দিন