নবাবগঞ্জের জালালপুরে গলা কেটে আত্মহত্যা

214

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে রাসেল (১৭) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। 

রাসেলের মা সুরিয়া বেগম জানান, রাসেল ৬ মাস আগে তবলিগ জামাতে যায়। সেখান থেকে ফেরার পর থেকে সে মানসিক রোগে ভুগছিল।

তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত দেড়টার দিকে সে মারা যায়।

পারিবারিক সূত্রে জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে রাসেলের ঘরের দরজা বন্ধ দেখে তার মা সুরাইয়া বেগম ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের জানান। এলাকাবাসী দরজা ভেঙে দেখে রাসেল গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে আছে এবং তার হাতে ছুরি।

নবাবগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা জানান, “এ ব্যাপারে থানায় কেউ খবর দেয় নি।”

আপনার মতামত দিন