বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে গণতন্ত্র চর্চার পথে ফিরে আসার আহবান জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চেতনা বাংলাদেশ কতৃর্ক আয়োজিত এক মানববন্ধন করা হয় । মানববন্ধনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু । প্রধান অতিথীর বক্তবে দুদু এ আহবান জানান।
আজকের মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি,দোহার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সংসদের সদস্য শামীমা রাহিম শীলা ।
দুদু বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি এই অবৈধ সরকার জুলুম করছে । বেগম জিয়াকে অবৈধ ভাবে কারাগারে আটকে রেখেছে । বেগম জিয়াকে কারাগারে আটকে রাখা মানে, এদেশের গনতন্ত্রকে কারাগারে রাখা। এ সরকার সুকৌশলে বেগম জিয়াকে আটকে রেখে একদলীয় শাসন কায়েক করার চেষ্টা করছে । দুদু আরো বলেন, এ সরকারে স্পষ্ট ভাবে বলতে চাই বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দিন। তাকে মুক্তি দিয়ে গনতন্ত্র চর্চা করার পথে আসুন । এদেশে ২৯ তারিখ মধ্যে রাতে যে ভোট ডাকাতির ইতিহাস তৈরি করেছেন । সেটা এদেশে নিজিরবীহিন। এ পার্লামেন্ট অবৈধ, এ সরকার অবৈধ । যত দ্রুত সম্ভব বেগম জিয়াকে মুক্তি দিয়ে সুন্দর সুষ্ট একটা নির্বাচন করার পরিবেশ তৈরি করুন । মানববন্ধনে বিশেষ অতিথী হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষত ড.সুকুমার বড়ুয়া। এছাড়া ছিলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম-আহ্বয়ক এড.বেলায়েতি প্রমুখ ।