কেরানীগঞ্জে ৪ জুয়াড়ি গ্রেফতার করেছেন র‌্যাব-১০

222

ঢাকার অদূরে দক্ষিন কেরানীগঞ্জের পানগাঁও এলাকা থেকে চার জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, ১.মোঃ সুজন(৩৬) ২.মোঃজাফর সরদার (৪২) ৩.মোঃনাসির উদ্দীন ৪.মোঃরনি সিকদার (২৫)

র‌্যাব-১০ এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২২শে ফেব্রুয়ারী) দুপুর ২ ঘটিকার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় চার জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত নাম সূতা দিয়ে বাধা ১৫৬ পিছ তাস, ০৫ টি মোবাইল ফোন ও নগদ ১২,৫০০/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত দিন