কেরানীগঞ্জে র‌্যাব-পুলিশসহ আরো ৮ জনের করোনা শনাক্ত

103
নবাবগঞ্জ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘন্টায় ৭ র‌্যাব সদস্য ও কেরানীগঞ্জ মডেল থানার ১ পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িছে মোট ২৩৫ জনে। বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন জানান, এপর্যন্ত র‌্যাব সদস্য আক্রান্ত হয়েছে ২৯ জন এবং কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা মিলিয়ে মোট ৩০জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। প্রতিদিন এখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এতে চরম আতঙ্কের মধ্যে রয়েছে জিনজিরা, আগানগর, শুভাঢ্যা ,কালিন্দী, কোন্ডা, তেঘরিয়া ও শাক্তা ইউনিয়নসহ ১০টি ইউনিয়নের অধিবাসীরা।

আপনার মতামত দিন