কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত

242
কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত

ঢাকার অদূরে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃধাবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে সানজু মিয়া (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ কিশোর আহত হয়েছে। আহতরা হচ্ছে, আলভি (১৫) নাইম(১৬) রোহান (১৪)। তারা মারাত্মক আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন।

হাসপাতাল সুত্র জানিয়েছে রাত ১১-৫৫ মিনিটে রক্তাক্ত জখম অবস্থায় তাদেরকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক সানজু (১৫) কে মৃত ঘোষণা করেন। অপর গ্রুপের ২ জন রুবেল(২৪) ও রবিন (১৫) আহত হয়ে পুলিশ হেফাজতে মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে জুনিয়র দুই গ্রুপের মধ্যে ঝামেলা হলে বাগবাড়ী গ্রুপের বড় ভাইয়েরা পূর্ব শত্রুতাবসত দেশীয় অশ্র নিয়ে ছোটদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ১০ শ্রেনীর ছাত্র সানজু নিহত হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে । উভয় গ্রুপের লোকজনই দীর্ঘদিন যাবত এই এলাকায় ভাড়া থাকে। তারা স্থানীয় না হলেও এ এলাকায়ই বেড়ে উঠা তাদের।

আপনার মতামত দিন