কেরানীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্র রাকিব, উৎকণ্ঠায় পরিবার

10
কেরানীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্র রাকিব, উৎকণ্ঠায় পরিবার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকার ১৭ বছর বয়সী স্কুলছাত্র রাকিবুল ইসলাম রাকিব চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় পরিবারের সঙ্গে সর্বশেষ মুঠোফোনে কথা বলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

রাকিব বাঘাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সময় তার পরনে ছিল ফুলহাতা শার্ট ও ফুল প্যান্ট। গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।

পরিবারের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। তারা সর্বশেষ ফোনকলের সূত্র ধরে তদন্ত করছে।

এদিকে, ছেলের খোঁজ না পেয়ে দিশেহারা রাকিবের পরিবার। মা-বাবা ও স্বজনরা তার সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করছেন। তারা প্রশাসনের সহযোগিতা চেয়ে দ্রুত রাকিবকে ফিরে পেতে চান।

দক্ষিণ কেরানীগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রাকিব নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তার সন্ধান পেতে চেষ্টা চালানো হচ্ছে।

কেউ রাকিবের কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত দিন