কুসুমহাটীতে শিকদার ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

592
কুসুমহাটীতে শিকদার ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

দোহারের কুসুমহাটী ইউনিয়নের বাস্তা গ্রামে আলহাজ্ব আব্দুল মোতালিব শিকদার ফাউন্ডেশনের উদ্দোগে এক হাজার অসহায় দুস্থঃদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা ১২ টার দিকে কুসুমহাটী ইউনিয়নের বাস্তা গ্রামের শিকদার বাড়ীতে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকদার ফাউন্ডেশনের কর্ণধার মো. লাভলু শিকদার, দোহার থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, মিসেস সিরাজুল ইসলাম, কুসুমহাটী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন