কুয়েতে একটি ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩৫ 

59
কুয়েতে একটি ভবনে ভয়াবহ আগুন, নিহত ৩৫

কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগুনের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দিতে মেডিকেল টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছে কুয়েত সরকার।

আপনার মতামত দিন