কিশওয়ার সুলতানা নবাবগঞ্জের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষিকা

716

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ তে ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোপিল প্যারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কিশওয়ার সুলতানা এ বছর উপজেলা শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ তে উপজেলার ৩টি কলেজ, ৪০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক/শিক্ষিকা, শ্রেষ্ঠ অধ্যক্ষ/ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বিভাগে ১২জনকে নির্বাচিত করা হয়েছে। এতে কলাকোপা কোপিল প্যারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কিশওয়ার সুলতানা এ বছর উপজেলা শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

জানা যায়, কিশওয়ার সুলতানা ২০০১ সালে কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে যোগদান করেন। শিক্ষা জীবনে তিনি চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে ১৯৯৬ সালে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি স্নাতকোত্তর পর্যায়ে তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে ৫ম স্থান অর্জন করেন।

আপনার মতামত দিন