কাল -বৈশাখীর ছোবলে বিদ্ধস্ত প্রায় দুইশত পরিবার

991

কামরুজ্জামান টুটুল/ সোহেল আহমেদ ♦

গত বৃহস্পতিবার হঠাৎ ঝড়ে দোহারের চরাঞ্চলের মানুষের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। কিছু বুঝে উঠার আগেই নারিশা জোয়ার ও চর কৃষ্ঞবাদপুর গ্রামের বাড়িঘর উড়ে যায় বাতাসের প্রবল তোড়ে। এই এলাকার প্রায় প্রতিটি বাড়ী ভেঙ্গে চুরমার হয়ে গেছে। পাঁচ ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

ঝড়ে ঘর হারিয়ে প্রায় সবাই এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ঝড়ে চাল, বেরা, এমনকি পুরো ঘর উড়ে যাবার সাথে প্রয়োজনীয় জিনিসপত্রও হারিয়েছন তারা। তাই অনেকেই এখন এক কাপড়ে দিনযাপন করছেন। এই অসহায় মানুষগুলো এখন ত্রাণের অপেক্ষা চেয়ে আছেন।

ঝড়ে পাঁচটি ইন্জিন চালিত নৌকা ডুবে যায় যার মধ্যে দুইটির খোজ পাওয়া গেছে। তিনটি এখনো নিখোজ আছে।

ঝড়ের পর উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান দূর্গতস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সাহায্যের আশ্বাস দেন, ও তাদের তালিকা সংগ্রহ করেন। তিনি ঝড়ের পরের দিন দ্বিতীয়বারের মতো বিদ্ধস্ত এলাকা পরিদর্শন করেন। দোহার থানা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. জসিমউদ্দিন আহতদের চিকিৎসা সেবা দেন।

অন্য খবর  নবাবগঞ্জ উপজেলায় অভিযানঃ বিপুল বাংলা মদসহ ২মাদক ব্যবসায়ী আটক

a

ছবি: ঝড়ে উড়িয়ে আনা টিনের চালের স্তুপ

a

ছবি: ঝড় উড়িয়ে নিয়ে গেছে ঘর, এমনকি ভেঙ্গে দিয়েছে সিমেন্টর তৈরী খাম

 

আপনার মতামত দিন