কাল উদ্বোধন অগ্রসর দোহার-নবাবগঞ্জের টেলিমেডিসিন সেবা

240

সারা দেশের মতো ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে দোহারে আক্রান্তের সংখ্যা ২১১ জন ও নবাবগঞ্জে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৫৪ জন। এরই পরিপ্রেক্ষিতে অগ্রসর দোহার-নবাবগঞ্জের করোনা আক্রান্ত রোগী ও অসুস্থদের সেবা দেয়ার জন্য কাল মঙ্গলবার উদ্ভোধন হবে টেলিমেডিসিন সেবা। আর এই টেলিমেডিসিন সেবা কার্যক্রমের উদ্ভোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। অনলাইনে এই টেলিমেডিসিন সেবার কার্যক্রম উদ্ভোধন হবে। অনুষ্ঠানটি অগ্রসর দোহার নবাবগঞ্জের ফেসবুক পেজ ও নিউজ৩৯ এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

আপনার মতামত দিন