কার্তিকপুরে বালু ব্যবসায়ীকে হাতুরি পেটা

381

দোহার উপজেলার কার্তিকপুরের বাস্তা গ্রামের কবিরাজ বাড়ি রাইসমিলের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় আজাহার দেওয়ান নামক এক বালু ব্যবসায়ীকে হাতুরি পেটা করেছে দুষ্কৃতিকারীরা। এসময় আজাহারের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে আজাহারের উপর হামলার খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চার জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেণ আহত আজাহারের স্ত্রী কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সদস্য হাসিনা বেগম। 

আপনার মতামত দিন