কার্তিকপুর স্কুলের সুবর্ণ জয়ন্তীঃ প্রস্তুতি সভা

927

কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি বর্ণিলভাবে উদযাপন উপলক্ষে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালের টিএসসি চত্বরে একটি প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ জানুয়ারী,২০১৮ খ্রী: রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি সাধারণ সভার আহ্বান করা হয়েছে। সভাকে সার্থক করা, সকলকে অবহিত করণ করা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ব্যানার, মাইকিং ও ব্যাক্তিগত যোগাযোগ বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভা থেকে ৫০ বছর উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। উক্ত সভায় সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী আমন্ত্রিত। উপস্থিত সকলকে যোগাযোগ করার জন্য নিমোকক্ত ফোনে যোগাযোগ করতে বলা হলোঃ
মোহাম্মদ মনির হোসেন ০১৭১২১৪৩৮৬৬, মো:আকলিম হোসেন- ০১৯১২৪৫২০৪১- ব্যাচ ৯২

সভায় উপস্থিত ছিলেন,
১। সাইফুর রহমান টুটুল, ব্যাচ-৮২
২। জাফর ইকবাল লাবলু ব্যাচ-৮২
৩। মহসিন উদ্দিন আহমেদ দীপু,ব্যাচ-৮২
৪। ইজাজ আহমেদ মন্টু,ব্যাচ-৮২
৫। মো: ফরিদ হোসেন,ব্যাচ-৮৮
৬। মো: নাসির উদ্দিন অপু,ব্যাচ-৮৮
৭। মো: কামাল হোসেন সিকদার,ব্যাচ-৯০
৮। মো: কামরুল ইসলাম সবুজ,ব্যাচ-৯০
৯। মোহাম্মদ মনির হোসেন,ব্যাচ-৯২
১০। মো: আকলিম হোসেন,ব্যাচ-৯২
১১। মো: মজনু মোল্লা,ব্যাচ-৯২
১২। সঞ্চয় কবির,ব্যাচ-৯৫
১৩। মো: আরিফুর রহমান,ব্যাচ-৯৬
১৪। মো: মাহবুবুর রহমান,ব্যাচ-২০০১

আপনার মতামত দিন