কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা

1112

নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল ১৮ মার্চ  শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কে এস আলম পোখরাজ। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ্ আলম, দাতা সদস্য কফিল উদ্দিন সিকদার, পরিচালনা পর্ষদ সদস্য, নজরুল ইসলাম ভূঁইয়া, রফিকুল ইসলাম রয়েল, শহিদুল ইসলাম শাহীন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অখিল রঞ্জন, দিনেশ সিদ্ধা, মো. আব্দুল জলিল, কাজী এনায়েত, কিশওয়ার সুলতানা প্রমুখ। মেলায় ১০১টি স্টল প্রদর্শন করা হয়। পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর কার্যক্রম সম্পন্ন হয়।

 

আপনার মতামত দিন