করোনায় নবাবগঞ্জে প্রথম মৃত্যু: শেষকৃত্য হবে পোস্তগোলায়

206

নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরার গৌরাঙ্গ বণিক নামে এক ব্যক্তি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা করোনা ফোকাল পার্সন ডা. হরগোবিন্দ সরকার অনুপ। তিনি জানান, বান্দুরার গৌরাঙ্গ বণিক নামে আনুমানিক ৪৫/৪৬ বছরের এক ব্যাক্তি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সূত্র জানায়, মারা যাওয়া গৌরাঙ্গ বণিকের পরিবার, সরকারিভাবে ঢাকা পোস্তগোলা শ্মশানে সৎকারের অনুমতি দিয়েছেন। তবে এখনো সৎকারের কার্যক্রম শুরু হয়নি।

আপনার মতামত দিন