করোনা পরিস্থিতি নিয়ে ৯ জুন সকালে IEDCR এক বিশেষ ট্রেনিং এর আয়োজন করা হয়। ঢাকা জেলার সকল উপজেলার করোনা ইউনিট ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানরা উপস্থিত ছিলেন। এই ট্রেনিং সেশনে সার্বিকভাবে কিভাবে কোভিড -১৯ সাপোর্ট সিস্টেম কমিউনিটিতে কিভাবে এস্টাবলিশ করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়। টেলিমেডিসিন সেবা ডিজিটাল প্লাটফর্ম ব্যাবহার করে কিভাবে শুরু করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এই ট্রেনিং সেশনে দোহার নবাবগন্জের কৃতি চিকিতসকদের ১৩ জন যোগ দিয়েছেন ! এই সময় নবাবগঞ্জের বান্দুরা ও বাগমারায় কিভাবে আইসোলেশন সেন্টার গড়ে তোলা যায় সে ব্যাপারে আলোচনা হয়। এই ট্রেনিং সেশনটি পরিচালনা করেন ডা সামসাদ রব্বানী খান। এই সময় অতি দ্রুত টেলিমেডিসিন সেবার আওতায় আনতে কারা কারা টেলিফোনে সময় দিবেন সেটার চুড়ান্ত তালিকা করার দায়িত্ব নেন ডাঃ মনিরুজ্জামান ও ডাঃ মেসবাহ।
সভায় ডাঃ শ্যামলাল পাল, ডাঃ মোহাম্মদ হোসেন, নবাবগঞ্জ ও দোহারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানসহ সকলেই তাঁদের গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সহযোগিতা প্রদানের সদিছছার কথা জানান।
![](https://news39.net/wp-content/uploads/2023/08/protiva-coaching-ad-primary-teacher-2023-min.jpg)