করোনা থেকে সুস্থ হয়েছেন খন্দকার আবু আশফাক

272

করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক। নিউজ৩৯কে নিজের সুস্থতার ব্যাপারে নিশ্চিত করেছেন খন্দকার আবু আশফাক। ২৩ জুন ফিরতি টেস্টে তার করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে।

জুনের প্রথম সপ্তাহের দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন এই বিএনপি নেতা। করোনা ভাইরাসে খন্দকার আবু আশফাকের আক্রান্ত হওয়ার খবর মুহুর্তেই মাধ্যমে পৌছে যায় জন মানুষের কাছে। সম্পুর্ন বাসায় হোম আইসোলেশন পালন করে করোনা মুক্ত হন খন্দকার আবু আশফাক। তার শারীরিক কোন জটিলতা প্রকাশ না পেলেও তিনি হোম আইসোলেশনের মাধ্যমে সুস্থ হন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সাধারন মানুষের তার প্রতি ভালবাসায় তিনি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন এবং সবার প্রতি নিজের ভালবাসার কথা জানিয়েছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্তদের প্রতি বলেছেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা ও স্বাস্থ্যবিধি মেনে চললেই এই ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি অতি দ্রুত এই মহামারীর কবল থেকে মুক্তি পেতে আল্লাহর প্রতি প্রার্থনার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন।

আপনার মতামত দিন