এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারি, ১ এপ্রিল এইচএসসি

    169

    এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে।  আর আগামী ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হবে।

    প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেয়া হবে।

    এদিকে এইচএসসি পরীক্ষার লক্ষ্যে টেস্ট পরীক্ষা, ফরমপূরণ ইত্যাদির রোডম্যাপ সাজানো হয়েছে।

    উভয় স্তরের পরীক্ষায় এবার প্রায় ২৯ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানা গেছে।

    ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপনকুমার সরকার যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসএসসির রুটিন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) প্রকাশ করা হয়েছে। এছাড়া বোর্ডগুলোর ওয়েবসাইটেও পাওয়া যাবে।

    এবারের এসএসসি পরীক্ষা অল্পদিনের মধ্যে শেষ করার লক্ষ্যে রুটিন সাজানো হয়েছে।

    এ কারণে দুই বিষয়ের পরীক্ষার মধ্যে বিরতি কমানো হয়েছে।  আগে দুই বিষয়ের পরীক্ষার মধ্যে কমপক্ষে একদিন ছুটি রাখা হতো।

    এবার ক্ষেত্র বিশেষে ছুটি রাখা হয়নি। যেমন- ৭ ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা।  পরদিনই বিভিন্ন ধর্ম ও নৈতিকতা বিষয়ের পরীক্ষা।  ১০ ফেব্রুয়ারি গণিত পরীক্ষা।  পরদিনই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা।

    অন্য খবর  দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ভোট ১১ নভেম্বর

    এবার প্রথমবারের মতো ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা স্কুল পর্যায়ে নিয়ে মূল পরীক্ষার ফলাফলের সঙ্গে যোগ করতে সংশ্লিষ্ট বোর্ডে পাঠিয়ে দেয়া হবে।

    আপনার মতামত দিন