এসএসটিএফের ঈদ সামগ্রী বিতরণ

64
এসএসটিএফ

 

সেভ দ্য সোসাইটি এন্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের উদ্যেগে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের কেন্দ্রীর কমিটির সাধারন সম্পাদক রাশিম মোল্লা ও নবাবগঞ্জ উপজেলা শাখার মো. নাজমুল হোসেন অন্তরের নেতৃত্বে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

ঈদ সামগ্রীতে ছিলো লাচ্ছা সেমাই, কলের সেমাই, চিনি, কিসমিস, দুধ ও ডাল। আর্থিক ভাবে কাতার ও কুয়েত প্রবাসীরা সহায়তা করেন। বিশেষ করে কুয়েত প্রবাসী মো. সেকান্দার মোল্লা ও কাতার প্রবাসী মো. হৃদয় হাসান অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের কথা জানান।  এরপর সংগঠনের সেচ্ছাসেবী  সবুজ, নূরইসলাম, ইউসুফ, আব্দুল্লাহ প্যাকেট করে বাসায় গিয় গিয়ে পৌছে দেন।

 

এর আগে সকালে স্থানীয় মুরব্বী আলাউদ্দিন বেপারী, মো. আয়ুব আলী মোল্লা ও শিক্ষক জাফর আহমেদের উপস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন।

আপনার মতামত দিন