উন্নত জব সার্চ ফিচার চালু করলো গুগল

169
জব সার্চ

ভারতে উন্নত জব সার্চ ফিচার চালু করেছে গুগল। দেশটির নাগরিকদের জন্য চাকরি খোঁজার প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতেই তাদের এই উদ্যোগ। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইওএসের সার্চ অ্যাপ এবং ডেস্কটপ ও মোবাইলের গুগল সার্চে পাওয়া যাবে জবস সার্চ অপশন। মঙ্গলবার (২৪ এপ্রিল) এই ঘোষণা দিয়েছে জায়ান্ট প্রতিষ্ঠানটি।

সাধারণভাবে গুগল সার্চ যেভাবে ব্যবহার হয়, জব সার্চও সেভাবেই ব্যবহার করতে হবে। এতে স্মার্ট ফিল্টার অপশন ব্যবহারের মাধ্যমে সার্চ রেজাল্টকে আরও যথাযথভাবে পাওয়া যাবে। এছাড়া এসব ফলাফল শেয়ার করা, সংরক্ষণ করে রাখা ও নিয়মিত অ্যালার্টের জন্য সাইনআপও করা যাবে।

ভারতের বাজার ধরতে উঠেপড়ে লেগেছে গুগল। এর অংশ হিসেবে দেশটিতে একের পর এক সেবার পরিধি বিস্তৃত করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে ভারতে গুগল ম্যাপ ও গুগল অ্যাসিস্ট্যান্টকে বেশ উন্নত করা হয়েছে। ভালোভাবে সেবা দিতে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে এই সার্চ জায়ান্ট। এর মধ্যে উল্লেখযোগ্য টাইমজবস, শাইন ডটকম ও লিংকডইন।

আপনার মতামত দিন