দোহারে ইয়াবাসহ যুবক আটক

291

ক্রাইম রিপোর্টারঃ
দোহার থানা পুলিশ ৬ পিস ইয়াবাসহ এক বিক্রেতাকে আটক করেছে। যুবকের নাম সুমন হোসেন। বয়স ১৮ । গ্রাম- চর জয়পাড়া। পিতা- আলম হোসেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই নুর আলমের নেতৃত্বে দোহার থানা পুলিশের একটি টহল দল শনিবার জয়পাড়া অবকাশ সিনেমা হলের সামনে থেকে দুপুর ১.৩০ মিনিটে তাকে হাতে-নাতে গ্রেফতার করে। এ ব্যাপারে দোহার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। মামলা নং ২৬ । বাদী- এস আই নুর আলম।

আপনার মতামত দিন