ইতিহাসের এই দিনে: ৫ ডিসেম্বর

323

৫ ডিসেম্বর

১৪৯২: প্রথম ইউরোপীয় হিসেবে কলম্বাস নতুন পৃথিবীর হিসপানিওলা (ডমিনিকান রিপাবলিক ও হাইতি) দ্বীপে পা রাখেন।

১৭৯১: অস্টৃয়ান মিউজিক কম্পোজার মোৎসার্ত ভিয়েনায় ৩৫ বছর বয়সে মারা যান।

১৯৩২: এই দিনে জার্মান বংশোদ্ভুত বিজ্ঞানী আইনস্টাইন আমেরিকার ভিসা পান।

১৯৩৩: উটাহ ৩৬তম অঙ্গরাজ্য হিসেবে আমেরিকার সাথে যুক্ত হয়।

১৯৪১: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ফিনল্যান্ড, হাঙ্গেরী ও রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৫: এডগার নিক্সন ও রোসা পার্কস আমেরিকায় বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রামে মন্টেগোমারীতে বাস বয়কট আন্দোলন শুরু করেন। সে সময় নিক্সনকে গ্রেফতার করা হয়।

আপনার মতামত দিন