ইতিহাসের এই দিনে: ১৫ মে

335

১৫ মে: বছরের ১৩৬ তম দিন (অধিবর্ষে)

১৬২৫: অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়।

১৭৫৫: স্প্যানিশরা আমেরিকার টেক্সাসে লারেডো শহর প্রতিষ্ঠা করে।

১৮১১: প্যারাগুয়ে স্পেনের অধীনতা থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৮১৭: ফিলাডেলফিয়ায় আমেরিকার প্রথম বেসরকারী মানসিক স্বাস্থ্য হাসপাতল (ফ্রেন্ডস হসপিটাল) প্রতিষ্ঠা হয়।

১৮৫০: আমেরিকার ক্যালিফোর্নিয়ার লেক কান্ট্রির ক্লিয়ার লেকের এক দ্বীপে স্থানীয় পোমো আদিবাসীদের উপর লে. নাথানিয়েল লিয়ন পরিচালিত এক গণহত্যায় ৬০-৪০০ মানুষকে হত্যা করা হয়, মৃত মানুষের সংখ্যা নির্নয় করা সম্ভব হয় নি। এই গণহত্যার পর দ্বীপটি রক্তের দ্বীপ নামে পরিচিত হয়। ওই সময়ে আদিবাসীরা ঐতিহ্যগতভাবে মাছের ডিম সংগ্রহ করতে যায় সেখানে।

১৮৯৬: টেক্সাসে টর্নেডোতে ৭৬ জনের প্রাণহানি ঘটে।

১৯০৫: নেভাদায় লাস ভেগাস শহর প্রতিষ্ঠিত হয়।

১৯২৮: মিকি মাউসের প্রথম কার্টুন প্লেন ক্রেজী প্রকাশিত হয়।

১৯৫৭: প্রশান্ত মহাসাগরের ম্যালডেন দ্বীপে বৃটেন প্রথমবারের মত হাইড্রোজেন বোমা পরীক্ষা করে ব্যর্থ হয়।

১৯৫৮: সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক ৩ উৎক্ষেপন করে।

১৯৬০: সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক ৪ উৎক্ষেপন করে।

১৯৭২: ১৯৪৫ সালে ওকিনওয়া দ্বীপ দখল করে নেবার পর আমেরিকা এই দিনে জাপানকে ফিরিয়ে দেয়।

অন্য খবর  ছবি: ১৮ নভেম্বর, ২০১১

১৯৮৮: ৮ বছরের যুদ্ধ শেষে সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত আর্মড ফোর্স (রেড আর্মি) আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করে।

জন্ম:

১৭২০: স্লোভাকিয়ার জ্যোতির্বিদ ম্যাক্সিমিলান হেলের জন্ম।

১৮১৭: ভারতীয় ধর্ম সংস্কারক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম।

১৮৫৯: নোবেলজয়ী ফরাশী পদার্থবিদ পিয়েরে কুরি’র জন্ম।

১৮৯৫: বিশিষ্ট ব্যাংকার, আমেরিকার সিনেটর ও সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রার পিতা প্রেসকট বুশের জন্ম।

১৯১৫: নোবেলজয়ী আমেরিকান অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের জন্ম।

মৃত্যূ:

১৮৮৬: আমেরিকান কবি এমিলি ডিকিনসনের মৃত্যূ।

আজকে:

মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় শিক্ষক দিবস

আপনার মতামত দিন