১৮১৮: প্রুসিয়ায় অর্থনীতিবিদ ও সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস জন্মগ্রহণ করেন।
১৮২১: সেন্ট হেলেনা দ্বীপে বন্দী অবস্থায় ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট মৃত্যুবরণ করেন।
১৯৫৫: পশ্চিম জার্মানী একটি সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯৬১: এই দিনে প্রথম আমেরিকান হিসেবে মহাকাশ পরিভ্রমণ করেন নেভি কমান্ডার এলান বার্টলেট শেফার্ড জুনিয়র। ‘ফৃডম ৭’ নামের স্পেস ক্যাপসুলে করে তিনি মাহাকাশগমন করেন, স্পেস ক্যাপসুলটি ফ্লোরিডার কেপ কার্নিভাল থেকে উড্ডয়ন করা হয়েছিল।
২০১০: নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোর কাছে একটি মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের প্রস্তাব পেশ করা হয়।
আপনার মতামত দিন