আড়িয়ল বিলে মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার

200

নবাবগঞ্জ উপজেলায় এস.এম.জি নামে একটি পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। ৩ মে শনিবার সন্ধ্যায় উপজেলার গালিমপুর ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের আড়িয়ল বিলের একটি জমিতে শ্রমিকরা পুকুর খননের সময় অস্ত্রটি উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মন্তোষ পাল জানান, শনিবার বিকালে মোসলেমহাটি গ্রামের পাশ্ববর্তী আড়িয়ল বিলে স্থানীয় কবির হোসেনের জমিতে পুকুর তৈরীর জন্য শ্রমিকরা মাটি কাটছিলেন। মাটির উপরি ভাগ থেকে দেড় হাত পরিমান নিচে কুদালের কোপে অস্ত্রটি বের হয়ে আসে। শ্রমিকরা বিষয়টি স্থানীয়দের জানান। তাৎক্ষনিক এলাকাবাসী পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

অস্ত্রটির অনেক পুরানো। এর কিছুটা অংশ ভাঙ্গা। কোন সন্ত্রাসীরা অস্ত্রটি ফেলে পালিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত দিন