আশফাকের মিছিলে হামলা

215

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক সমর্থকরা উপজেলা সিনিয়র সহসভাপতি ইফতেখার আল ফারুকীর নেতৃত্ব হরতালের সমর্থনে দোহার নবাবগঞ্জ কলেজ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলা ভূমি অফিসের সামনে গেলে পুলিশের বাঁধার মুখে হয়। পরে তারা নবাবগঞ্জ এতিম খানা সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পথসভা করে।

অপর দিকে খন্দকার আবু আশফাকের সমর্থক ছাত্রদল দোহার নবাবগঞ্জ কলেজ থেকে একটি মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রলীগের বাধার মুখে পরে এক সময় আশফাক গ্রুপ ও ছাত্রলীগের মধ্যে সংর্ঘষ বাধে এ সময় তানজিল ও নাদিম নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়।

খন্দকার আশফাক নিউজ৩৯.নেট-কে ফোনে জানান ছাত্রদল মিছিল নিয়ে দোহার-নবাবগঞ্জ কলেজের সামনে এলে ছাত্রলীগ মিছিলে হামলা করে। এতে ছাত্রদল কর্মীরা ও উত্তোজিত জনতা ছাত্রলীগকে পাল্টা জবাব দেয়। তিনি এই ধরনের হামলার রাজনীতির নিন্দা জানান।

আপনার মতামত দিন