সোমবার আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগের পূর্ণাংগ কমিটিতে দোহার-নবাবগঞ্জ থেকে সর্বোচ্চ স্থান পেয়েছেন আরমান হোসেন অপু। তিন কমিটির গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এর আগেও তিনি কমিটির শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক ছিলেন।
নিউজ৩৯কে আরমান হোসেন অপু বলেন, দেশরত্ন জননেত্রি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিটি দায়িত্ব আমি পালন করবো। নতুন এই পদের জন্য তিনি প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদ্বেষ্টা সালমান এফ রহমান এমপি, আইজিআর বাংলাদেশ ড. খান মোঃ আব্দুল মান্নানসহ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
গত বছরের ১১ মে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আড়াই মাস পর ৩১ জুলাই সংগঠনটির শীর্ষ দুই নেতার নাম ঘোষণা করা হয়।