আমিরাতের দুটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু

508

ঢাকা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আবুধাবিস্থ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে মোট ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের দুজন অনিয়মিত পরীক্ষার্থীসহ ১২ জন ছাত্র এবং ১২ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে তিনজন প্রাইভেট পরীক্ষার্থী ছাড়া বাকি সবাই বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। এদের মধ্যে তিনজন প্রাইভেট পরীক্ষার্থী বাংলা ও বাকি ২১ জন ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন। স্কুল অধ্যক্ষ মীর আনিসুল হাসানসহ শিক্ষক, অবিভাবক ও পরীক্ষার্থীরা ভালো ফলাফলের প্রত্যাশী।

অপরদিকে, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে মোট ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে সাতজন ছাত্র ও পাঁচজন ছাত্রী। বিজ্ঞান বিভাগে চারজন এবং বাণিজ্য বিভাগে আটজন পরীক্ষার্থীর সবাই ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন। স্কুল অধ্যক্ষ হাবীবুর রহমানসহ শিক্ষক, অবিভাবক, পরীক্ষার্থী সবাই ভালো ফলাফলের প্রত্যাশী।

 

আপনার মতামত দিন