আব্দুল মান্নানের বাসায় পুলিশি তল্লাশির অভিযোগ

417

ঢাকা-১ আসনের বিএনপি নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের বাসায় পুলিশি তল্লাশির অভিযোগ পাওয়া গেছে।

ধানমন্ডিস্থ বাসা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০ টার দিকে ২৫/৩০ জন পোষাকধারী পুলিশের একটি টিম বিএনপি নেতা আব্দুল মান্নানের ধানমণ্ডি এলাকার বাসভবনে আসে। এসময় আব্দুল মান্নান বাসায় ছিলেন না। বর্তমানে তিনি স্ত্রীর চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন।

তার বাসা থেকে নিউজ৩৯কে জানানো হয়, পুলিশ প্রথমে বাসায় ঢুকে বিএনপির সমাবেশের বিষয়ে জানতে চায়। বাসায় কোনো বৈঠক করা হচ্ছে কি না তাও জানতে চাওয়া হয় এসময়।এরপর বিভিন্ন রুমে তল্লাশী করা হয় ।

উল্লেখ্য আব্দুল মান্নান রোববার সকালে দেশে ফিরে সোহ্রাওয়ার্দি উদ্যানে বিএনপি সমাবেশে যোগ দিবেন।

 

আপনার মতামত দিন