দীর্ঘদিন পর দেখা আব্দুল মান্নান খান ও মাহবুবুর রহমানের

291

অনেক দিন পর আবার এক মঞ্চে পাশাপাশি বসে সেচ্ছাসেবকলীগের সম্মেলন করলেন দোহারের আওয়ামী লীগের দুই দিকপাল গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও দোহার উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান। কিন্তু তাদের মধ্যে কোন কথা হয় নি। হয়নি কোন শুভেচ্ছা বিনিময়।

দলীয় কোন্দল সম্পর্কে অ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেন, দল একটি পরিবারের মতো। কারও রাগ থাকবে, কারও থাকবে ক্ষোভ বা অভিমান। সব ভুলে ঐক্যবদ্ধ থেকে দলীয় আনুগত্য করাই প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব।

এছাড়া মাহবুবুর রহমান তার বক্ত্যবে বলেন, প্রাপ্তি ও অপ্রাপ্তির কথা ভুলে, দলকে ভালবেসে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে দলকে জয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

উল্লেখ্য দীর্ঘ দিন ধরেই দোহার উপজেলা আওয়ামী লীগ সুস্পস্ট দুটি ধারায় বিভক্ত।
সম্প্রতি আওয়ামী লীগ কর্তৃক উপজেলা চেয়ারম্যানদেরকে নির্বাচনে মনোনায়ন না দেয়ার ঘোষনা দেয়ার পর সেচ্ছাসেবকলীগের সম্মেলনে পাশাপাশি দেখা গেল আব্দুল মান্নান খান ও মাহবুবুর রহমানকে।

আপনার মতামত দিন