নারিশায় চেয়ারম্যান পদে মো. আবুল কালাম বিজয়ী

381
সংবাদ

নিউজ ৩৯ ডেস্ক ♦
বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে নারিশা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বিজয়ী হয়েছেন। প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা দেখা গেছে। মো. আবুল কালাম ৪,৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জালাল উদ্দিন মোড়ল পেয়েছেন ৩,৮৯০ ভোট, মো. আলী ঘটু মাত্র ৪১ টি ভোট কম পেয়ে তৃতীয় হন। 

অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটসংখ্যা:
মো. আলী ঘটু                  ৩,৮৪৯ ভোট
মো. গিয়াস উদ্দিন            ১,৮৪১ ভোট
মো. সালাহ উদ্দিন দরানী  ৩,০৮৫ ভোট
রফিকুল ইসলাম                ৫১ ভোট

আপনার মতামত দিন