ডেস্ক প্রতিবেদন: ঢাকা টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানে উড়িয়ে দিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এবার মিশন ওয়ানডে সিরিজ। যদিও রঙ্গিন পোষাকে আফগানরা বিপজ্জনক বেশি। তবে আফগানদের বিপক্ষে ওয়ানডে পরিসংখ্যান টাইগারদের পক্ষেই কথা বলছে।
বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল অবস্থান করছে সাত নম্বরে আর আফগানিস্তান নয় নম্বরে। র্যাঙ্কিংয়ের মতো এই দুই দলের লড়াইতেও এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে বাংলাদেশের জয় ৭টি, আর আফগানিস্তানের ৪টি।
ঘরের মাঠেও এগিয়ে বাংলাদেশ। ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৭ ম্যাচ খেলেছে টাইগাররা; তাতে বাংলাদেশের জয় চারটি, আফগানদের তিনটি।
এ দুই দলের প্রথম দেখায় জয় পেয়েছিল আফগানিস্তান। ২০১৪ সালে ফতুল্লায় বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছিল আফগানরা। এদিকে, বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার শেষ দেখাতেও জয় রয়েছে রশিদ খানের দলের। ২০২২ সালে ওয়ানডেতে শেষ বারের দেখায় ৭ উইকেটে জয় পেয়েছিল আফগানরা।