আপনার সাহায্য বাঁচাতে পারে একটি জীবন

229
সাহায্য বাঁচাতে পারে একটি জীবন

‘আপনার একটু সাহায্য বাঁচাতে পারে একটি জীবন। আমাদের আর্থিক সাহায্য করুন’— মঙ্গলবার জনসাধারণের কাছে সড়ক দূর্ঘটনায় আহত নিজের সুচিকিৎসার জন্য এভাবেই সাহায্যের আবেদন করেন দোহারের অটোরিকশা চালক নাছির উদ্দীন। তার পিতার নাম মোঃ মনির উদ্দিন মনা। তার বাসা দোহার পল্লি বিদ্যুৎ অফিসের সাথে।

উল্লেখ্য গতকাল মঙ্গলবার দোহার বাজারে একটি নসিমন অটোরিকশা চালক নাছিরকে তার অটোসহ ধাক্কা দেয়। এ সময় বিপরীতমুখী আরেকটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোচালক নাছির গুরুতর আহত হয়। তিনি মাথা ও ঘাড়ে প্রচন্ড আঘাত পান। তার কানের কিছু অংশ কেটে গিয়েছে। এছাড়া, তার অটোরিকশাটি বিধ্বস্ত হয়। বর্তমানে নাছির একটি বেসরকারি হাসপাতালে ICU তে ভর্তি আছে। তার সুচিকিৎসার জন্য অনেক টাকার দরকার।

তার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তিনি জনসাধারণের কাছে সাহায্য চেয়েছেন।
সাহায্য পাঠানো নম্বর-
কামরুল ইসলাম
(আদর্শ লাইব্রেরি, জয়পাড়া উপজেলা মার্কেট)
বিকাশ নাম্বার – 01819924462 নগদ নম্বর – 01710810886

আপনার মতামত দিন