আন্দোলন দমনে গুলি চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে: রিজভী

1
আন্দোলন দমনে গুলি চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আন্দোলন দমনে বা রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের সময় পুলিশের গুলিতে মানুষের মৃত্যুর ঘটনা যেন আর কখনো না ঘটে। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং আইনের শাসন নিশ্চিত করার ওপর জোর দেন। এ সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন