আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন

232

আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন হয়েছে আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দুপুরে হোটেল রেডিসন ব্লুতে ১৪ তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও এফবিসিসিআই’র সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে ২০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিপিজিএমইএ) চার দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে। মেলায় চীন, ভারতসহ মোট ১৯টি দেশ অংশ নিচ্ছে। এতে মোট ৪৮০টি কোম্পানির মোট ৭৮০টি স্টল থাকবে।

আপনার মতামত দিন