আজিজুল হক বোরহানের পক্ষ থেকে শামীমা রাহিম শীলাকে জন্মদিনের শুভেচ্ছা

137

দোহার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শামীমা রাহিম শীলার আজ ৪৮তম জন্মদিন। দানবীর ও জনমানুষের প্রিয় এই নেত্রী স্বাধীনতা যুদ্ধের পরের বছরই সদ্য স্বাধীন এই ভুখন্ডে ১৯৭৩ সালের ১২ ফেব্রুয়ারীতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম এই মহিয়সী নারীর।
শামীমা রাহিম শীলা ২০১৪ সালের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি সব সময় পাশে ছিলেন দোহার উপজেলার অসহায় মানুষের পাসে। প্রশাসনিক সাহায্য, ব্যক্তিগত সাহায্য থেকে শুরু করে সাধারন মানুষের পাসে যখন যেভাবে দাড়াতে পেরেছেন দাড়িয়েছেন শামীমা রাহিম শীলা। তিনি ছিলেন দল-মত নির্বিশেষে সকল অসহায় মানুষের পাশে। সেই সাথে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজপথেও সক্রিয় ছিলেন শামীমা রাহিম শীলা। আজ এই মহিয়সি নারীর জন্মদিন। মহিয়সী এই নারীর জন্মদিনে এম আজিজুর হক বোরহানের পক্ষ থেকে শামীমা রাহিম শীলাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার মতামত দিন