আজও নীরবেই শীতার্তদের পাশে নির্মল রঞ্জন গুহ

254

রবিবার দুপুর থেকে রাত অব্দি নীরবেই শীতার্ত মানুষের পাশে এসে দাড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ। বেশ কিছুদিন ধরেই দোহার নবাবগঞ্জের একমাত্র রাজনৈতিক নেতা হিসাবে ধারাবাহিকভাবে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছেন। মানুষের বাসায় গিয়ে তাদের খোজ নিচ্ছেন এই মানব দরদী নেতা।

আজ দোহারের নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর মাদ্রাসা, রাইপাড়া ইউনিয়নের বাশতলা গ্রামে ও মাহমুদপুর ইউনিয়নে প্রায় ১০০০ পরিবারের মাঝে তিনি শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি ও আমার স্বেচ্ছাসেবক লীগ সব সময় আপনাদের পাশে আছে। তিনি আরও বলেন, আজ দোহার শান্তির জনপদ। যখন অন্ধকার আর দুর্দিন আসবে তখন সাইবেরিয়ার অতিথি পাখিরা আর থাকবে না। এই শীতের সময় অতিথি পাখিরা আসে, মৌসুম চলে গেলে তারাও চলে যায়। কিন্তু আমি নির্মল রঞ্জন গুহ আপনাদের সন্তান, কারো বাবা, কারো ভাই হিসাবে সব সময় আপনাদের সাথে এবং পাশে আছি।

আপনার মতামত দিন