অবৈধভাবে লিবিয়ায় গিয়ে প্রতারণার শিকার হওয়া ২৭ শ্রমিক বুধবার সকালে দেশে ফেরত এসেছে। র্যাব সদর দফতরের মিডিয়া শাখার উপ-পরিচালক মেজর রইসুল আজম জানান, এসব শ্রমিক অবৈধ পথে লিবিয়ায় গিয়ে প্রতারণার শিকার হন। পরে পরিবারের সহায়তায় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে এসব শ্রমিককে দেশে ফেরত আনা হয়।
পাশাপাশি মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আপনার মতামত দিন