দোহারে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

854
অসহায় মানুষের সেনাবাহিনী

ঢাকার দোহার উপজেলায় গরিব ও অসহায় পরিবারের মাঝে কয়েক দফায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এর ধারাবাহিকতায় আজ ৭ মে বৃহস্পতিবার দোহারের প্রায় ৫০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। ক্যাপ্টেন জায়েদীদ হাসান আবিরের নেতৃত্বে সেনা সদস্যগণ প্রতিটি বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেন।

সারা দেশের মত দোহারেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলশ্রুতিতে চলমান লকডাউন এর কারণে সাধারণ জনজীবন অনেকটাই বিপর্যস্ত। এর ফলে চরম বিপাকে পড়েছেন দোহারের নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো। নানা শ্রেণি পেশার মানুষ কাজ হারিয়ে এক প্রকার অসহায় অবস্থায় জীবন যাপন করছে । স্বাভাবিক আয়ের উৎস চলমান না থাকা এবং সামান্য জমানো অর্থ শেষ হয়ে যাওয়ায় ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে এসব পরিবারের অনেক সদস্যরা। তাই এই অসহায় মানুষগুলোর কষ্ট দূরীকরণে ও তাদের মুখে হাসি ফুটানোর লক্ষে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এই কঠিন সময়ে ত্রাণ পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।

আপনার মতামত দিন