HSC পরিক্ষার্থীদের জন্য দোহার-নবাবগঞ্জের কেন্দ্র তালিকাঃ বাতিল বেগম আয়েশা ভেন্যু কেন্দ্র

1311

২রা এপ্রিল হতে শুরু হতে যাওয়া HSC পরিক্ষার্থীদের জন্য দোহার নবাবগঞ্জে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। সেক্ষেত্রে দোহারের বেগম আয়েশা বালিকা ভেন্যু কেন্দ্র বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ড ১৪১ নং কেন্দ্র দোহারে জয়পাড়া কলেজ। এখানে পরীক্ষা দিবে পদ্মা কলেজ, মালিকান্দা ও মেঘুলা কলেজ ও বেগম আয়েশা কলেজ। আর ভেন্যু কেন্দ্র মালিকান্দা কলেজে পরীক্ষা দিবে জয়পাড়া কলেজ।

ঢাকা শিক্ষা বোর্ড ১৪০ নং কেন্দ্র নবাবগঞ্জ কলেজ কেন্দ্র। এখানে পরীক্ষা দিবে শোল্লা কলেজ, নবাবগঞ্জ গার্লস কলেজ, নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ, ইছামতি কলেজ ও পিকেবি স্কুল এন্ড কলেজ, ভেন্যু কেন্দ্র নবাবগঞ্জ মডেল স্কুলে পরীক্ষা দিবে নবাবগঞ্জ কলেজ।

ঢাকা শিক্ষা বোর্ড ৪৭৪ নং কেন্দ্র তোফাজ্জল হোসেন কলেজে পরীক্ষা দিবে সেণ্ট ইউফ্রেজিস গার্লস কলেজ ও বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজ আর ভেন্যু কেন্দ্র নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিবে তোফাজ্জল হোসেন কলেজ।

আপনার মতামত দিন