GAD এর নতুন কমিটিঃ এমএ রহিম সভাপতি, রোকেয়া জুই সেক্রেটারি

605

গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহার বা GAD এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এম এ রহিম ও সাধারণ সম্পাদক হয়েছেন ঢকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক রোকেয়া পারভীন জুই।  শুক্রবার গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহারের ২০১৭ এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। একই সাথে এই সভা থেকে নতুন কমিটি দায়িত্ব বুঝে নেয়, এ সময় পুরাতন কমিটির পক্ষে অধ্যাপক মোহিউদ্দিন মোহন শুভ কামনা জানিয়ে নতুন কমিতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এই ব্যাপারে গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালিকুজ্জামান জুয়েল নিউজ৩৯কে বলেন, শুক্রবার গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব দোহারের ২০১৭ এর বার্ষিক সভায় পল্টনে সাসকো আন্তর্জাতিকের অফিসে অনুষ্ঠিত হয়। সেখানে নতুন কমিটি গঠিত হয়। এই কমিটি দোহারের আনাচে কানাচে শিক্ষা, সমৃদ্ধির আলোকে ছড়িয়ে দিবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া নতুন কমিটি গ্যাডের জন্য আলাদা ভবন নির্মাণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নে আরো টেকসই ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

আপনার মতামত দিন